ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন

সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। 

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। দাবি আদায় না হলে ১ নভেম্বর থেকে দুর্বার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেন ওই অংশে থাকা শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সদ্য সাবেক সাহিত্য সম্পাদক জয়দীপ দত্ত। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী প্রণব শর্মা (বাঁধন), নীল অনির্বাণ, সুব্রত বিশ্বাস, শিপন সূত্রধর প্রমুখ।

দাবি তিনটি হচ্ছে, দোষীদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্ত মন্দির, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সংস্কারে প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং হামলার আহত ও নিহতদের পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করতে হবে।

এএইচআর/আরএইচ