জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২১ অক্টোবর
এ বছর সীমিত পরিসরে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২১ অক্টোবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি এক দিন পেছানো হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। প্রতি বছরের মতো এ বছরও ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত থাকলেও ২০ অক্টোবর ছুটি থাকায় পরের দিন ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। করোনার কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনা, বেলা সাড়ে ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এরপর দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এমটি/ওএফ