দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি মাসের ১০ তারিখ খুলবে ইডেন মহিলা কলেজের হল। 

রোববার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু এসব বর্ষের পরীক্ষা চলতি অক্টোবরেই শুরু হয়েছে, তাই তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, হলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ টিকা দেওয়া থাকতে হবে। এক ডোজ টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে ওঠার অনুমতি দেওয়া হবে না।

এছাড়াও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও হলে ওঠানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ২১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সাত কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় গত ১৯ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

আরএইচটি/জেডএস