শাবিতে ঢাবির পরীক্ষা, উপস্থিতির হার ৮৪ শতাংশ
সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৪ শতাংশ বলে জানিয়েছেন ‘খ’ ইউনিটের সিলেট বিভাগীয় সমন্বয়ক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলারা রহমান।
অধ্যাপক দিলারা রহমান বলেন, ‘খ’ ইউনিটে সিলেট বিভাগের মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৯২১ জন। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট উপস্থিতি ছিল ৭৭৪ জন এবং অনুপস্থিত ছিল ১৪৭ জন।
বিজ্ঞাপন
তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। যারা পরীক্ষা দিতে এসেছে তারা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিতে ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন- এ, একাডেমিক ভবন- ডি এবং আইআইসিটি এই তিনটি ভবনে অনুষ্ঠিত হয়।
জুবায়েদুল হক রবিন/এমএসআর