ক্যানসার কেড়ে নিল বিশ্ববিদ্যালয়ছাত্রের প্রাণ
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আব্দুর রাকিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে হাদিস বিভাগের শিক্ষক ও তার সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
বিভাগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছর আগে রাজশাহীর নওদাপাড়া মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় রাকিবের প্রথম ক্যানসার ধরা পড়ে। তখন চিকিৎসায় প্রায় সুস্থ হয়েছিলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ২০১৬ সালে অসুস্থ হয়ে পড়েন তিনি।
কয়েকদিন দিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সোমবার সকালে ৯টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আল হাদিস বিভাগের সভাপতি ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, আব্দুর রাকিবের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমাদের বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে এবং দেশ একজন দক্ষ নাগরিককে হারাল।
এমএসআর