জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের সিট পাওয়ার আবেদন শুরু হচ্ছে আগামী সপ্তাহে। অনলাইনে এ আবেদন করা যাবে। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

তিনি বলেন, আবেদনের সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হল প্রভোস্টকে আমরা বিষয়টি বুঝিয়ে দিয়েছি৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে অফিসিয়াল নোটিশের মাধ্যমে আবেদনের সময়সূচির বিষয়ে জানানো হবে। আশা করছি আগামী সপ্তাহ থেকে সিটের জন্য ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান বলেন, অনলাইনে আবেদনের জন্য সব কাজ সম্পন্ন হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

হল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৩ তলায় ১৫৬টি কক্ষে মোট ৬২৪ ছাত্রীকে সিট বরাদ্দ দেওয়া হবে। হলের সিট বরাদ্দে মাস্টার্স ও স্নাতক শেষ বর্ষকে বেশি প্রাধান্যসহ অন্য ব্যাচগুলোকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে। ঢাকার বাইরের জেলার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটে হলের নীতিমালাও পাস হয়।

এমটি/আরএইচ