ছাত্রীহল চালুসহ ৪ দফা দাবি জবি ছাত্র ফ্রন্টের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ছাত্রীহল চালু, করোনা টিকা প্রদান, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সকল ধরনের বেতন ও ফি মওকুফের জন্য ৪ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) জবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসাদ্দিকুর আকাশের পাঠানো এক বিবৃতিতে থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, জবির একমাত্র ছাত্রীহলের কাজ শেষ না হওয়ায় করোনাকালে জবি ছাত্রীরা সমস্যায় পড়েছেন। এছাড়া করোনাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ না করে বরং বিভিন্ন পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জবি শাখা প্রশাসনের দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলে, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে নিম্নোক্ত ৪ দফা দাবি প্রশাসনের কাছে উত্থাপন করছি-
১. অবিলম্বে নীতিমালা প্রণয়ন করে একমাত্র ছাত্রী হল চালু করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকা নিশ্চিত করতে হবে।
৩. স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস/পরীক্ষা চালু করতে হবে।
৪. সব ধরনের বেতন ও ফি মওকুফ করতে হবে।
এমটি/এইচকে