তরুণ লেখকদের বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেছেন, লেখনীর মাধ্যমে তরুণ প্রজন্মের লেখকদের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শের সত্যতা তুলে ধরতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। ওই সময়টায় যত রকম মিথ্যাচার তথ্য দিয়ে বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে এবং স্বাধীনতা যুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ আগস্ট) রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত, ‘বাঙালি জাতির শোকের ৪৬ বছর’ শীর্ষক আলোচনা সভায় ড. ইমদাদুল হক এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু বেঁচে ছিলেন মাত্র ৫৫ বছর। এরমধ্যে তার রাজনৈতিক যে জীবন, তার অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে। তিনি শুধু জনগণের কল্যাণে ব্যস্ত ছিলেন। এখন জাতির জনকের কন্যা শেখ হাসিনা করোনার মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে এখন রোল মডেল বলা হয়। কিন্তু এখনও এসব উন্নয়নকে থামিয়ে দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।
তিনি বলেন, লেখনীর মাধ্যমে তরুণ লেখকদের সব অপশক্তি প্রতিহত করতে হবে। তরুণরা জাতির ভবিষ্যৎ। তাদের প্রথম কাজ সত্য উদঘাটন করা এবং তা তুলে ধরা। যাতে করে তরুণ প্রজন্ম বিভ্রান্ত না হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধুর জীবনী পাঠ করলে দেখা যায়, তার সঙ্গে সাংবাদিকদের হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল। আমরা যারা লেখক, এর সঙ্গে যুক্ত আছি, তাদের বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করতে হবে। চিন্তা-চেতনা লালন করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিল। সহ-সভাপতি রায়হান রিয়াজ তপুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন।
এ সময় তরুণদের উদ্দেশে বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের সহযোগী সম্পাদক ও কলামিস্ট দীপংকর গৌতম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
এমএইচএস