চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস
ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) ভোরে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, পাহাড় ধসের ফলে পাঁচটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। যার মধ্যে তিনটি পুরোপুটি ভেঙে গেছে। পাহাড়ের মাটি ধসে একটি গাছ রাস্তার ওপর পড়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাস্তাটি আপাতত বন্ধ রাখা হয়েছে। বিদ্যুতের পিলার, মাটি এবং গাছ সরানোর কাজ চলছে। আজকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে আশা করি।
এসপি