কোভিড উপসর্গ নিয়ে চবি ছাত্রীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টার্সের শিক্ষার্থী তানজিদা মোরশেদ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সকাল সাড়ে ১০টায় জানাযা শেষে হালিশহরে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
তানজিদা মোরশেদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহী। পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরের হালিশহর এলাকায় বসবাস করতেন।
তানজিদার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সহপাঠী মো. শওকত আলী বলেন, ঈদের দুই-একদিন আগে থেকে তানজিদার জ্বর ও কাশি ছিল। গত সোমবার থেকে তা বেড়ে যায়। বুধবার বিকেলে হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তানজিদা মোরশেদের।
লেখাপড়ার পাশাপাশি তানজিদা একটি স্কুলে শিক্ষকতা করতেন। পরিবারে মা ও বড় বোন আছেন। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তিনিই ছিলেন পরিবারের একমাত্র অবলম্বন।
রুমান হাফিজ/এনএফ