২০২১-২২ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সোমবার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন। আলোচনার পর সিন্ডিকেট এ বাজেট অনুমোদন দেয়। আগামী ২৪ জুন সিনেটে আলোচনার পর এ বাজেট চূড়ান্ত হবে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ঢাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি বলেন, আজকের সভায় ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়। পরে আলোচনার ভিত্তিতে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।

বাজেট প্রসঙ্গে ঢাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, আজ সিন্ডিকেট সভায় ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। গত বছরের তুলনায় এ বছর বাজেটের আকার কমেছে। গত বছর ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। তাছাড়া এবার সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয়েছে গবেষণায়। 

সিন্ডিকেট সূত্রে জানা যায়, এবারের বাজেটে ২৬৪ কোটি টাকা শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের বেতন, ২২৪ কোটি টাকা ভাতা, পণ্য ও সেবায় খাতে ১৬৮ কোটি টাকা, পেনশন বাবদ ১২২ কোটি টাকা, গবেষণা মঞ্জুরি খাতে ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) অনুদান ৬৯৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৮৩ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ২০২১-২২ অর্থবছরের জন্য ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আগামী ২৪ জুন সিনেটে আলোচনার পর এ বাজেট চূড়ান্ত হবে।

এইচআর/এসকেডি