জবিতে আগস্টে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগস্টে সশরীরে ফাইনাল পরীক্ষা এবং ঈদের আগে মিডটার্ম, রিভিউ ক্লাস অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ঈদুল আজহার আগে বিভাগগুলো তাদের মিডটার্ম ও রিভিউ ক্লাস নেবে। আগস্ট মাসে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হবে। বিভাগগুলো চাইলেও ঈদের আগে সশরীরে ফাইনাল পরীক্ষা নিতে পারবে না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সভা আজ (১৩ জুন) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তা হলো:
১. দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষাসমূহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ আগস্ট থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে অথবা সরকারি অন্য কোনো সিদ্ধান্ত/নির্দেশনা থাকলে ওই তারিখ সমন্বয় করা হতে পারে।
২. ডিনরা তাদের অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিনসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে করণীয় নির্ধারণ করবেন। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগিতা দেন।
৩. প্রয়োজনে সব ইনস্টিটিউট ও বিভাগের কোর্স শিক্ষকরা ১৮ জুলাইয়ের মধ্যে রিভিউ ক্লাস সম্পন্ন করবেন।
৪. যে সব শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই তাদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৭/০৬/২০২১ তারিখের মধ্যে শেষ করতে হবে।
৫. সব সেমিস্টারের ফরম পূরণ আগামী ২৯/০৬/২০২১ তারিখের মধ্যে শেষ করতে হবে।
৬. কোর্স শিক্ষক নিজ বিবেচনায় সর্বোত্তম পদ্ধতিতে (অ্যাসাইনমেন্ট, গুগল ফরমে, ভাইভা, কুইজ, ইত্যাদি) আগামী ১৮ জুলাইয়ের আগে মিডটার্ম পরীক্ষা শেষ করবেন।
এমটি/এসএম