ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর কার্যক্রম না চালাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর খন্দকার রফিক হাসনাইন এ নোটিশ দেন।

শনিবার (০৫ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী জাহাঙ্গীর আলমের পক্ষে অ্যাডভোকেট খন্দকার হাসনাইন স্বাক্ষরিত নোটিশে ড. কলিমউল্লাহকে আর কার্যক্রম না চালাতে বলা ও সতর্ক করা হয়।

নোটিশে বলা হয়  ২০১৭ সালের ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের গত ৩১ মে ৪ বছর পূর্ণ হয়েছে ড. কলিমউল্লাহর। এরপরও অনেক ফাইলে স্বাক্ষর করা হয়েছে। এমনকি কিছু ফাইল পূর্বে তারিখ দেখিয়েও স্বাক্ষর করা হয়েছে। এই কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয় চুক্তিভিত্তিক নিয়োগের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল।

চার বছর উপাচার্য পদে থাকার পরও জোরপূর্বক পদে থেকে বিভিন্ন ফাইল স্বাক্ষর ও বিশ্ববিদ্যালয় সুবিধা গ্রহণ করেছেন, যা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে জানতে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

এমএসআর