বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বুধবার (০২ জুন) রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ১১ মে অনুষ্ঠিত ৩০তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়।  সুপারিশক্রমে ৭৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুনতাসির আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর বাড়ি গ্রামে। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা গ্রামেই অবস্থান করছেন। গ্রামে ইন্টারনেটের গতি নেই বললেই চলে। তার মধ্যে অনেক শিক্ষার্থীর স্মার্টফোন নেই। এমন অবস্থায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেণিকক্ষেই যেন পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস ফোরামের সাধারণ সম্পাদক বায়েজিদ আহমেদ বলেন, বেরোবিতে এমনিতেই সেশনজট তার ওপর করোনা মহামারিতে তা প্রকট আকার নিয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অনলাইনে নিলে অনেক জটিলতা দেখা দিবে। তাই আমরা চাই সশরীরে পরীক্ষা নেওয়া হোক।

এসপি