ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হলে শক্তিশালী জনসম্পদ তৈরি করতে হবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের শক্তিশালী জনসম্পদ তৈরি করতে হবে। পুরো পৃথিবী থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

চবি উপাচার্য বলেন, গাজায় যে আক্রমণ হচ্ছে তা আমরা বাল্যকাল থেকে দেখে আসছি। আন্তর্জাতিক মহল সকল বিষয়ে সরব কিন্তু ফিলিস্তিনের সময় তারা নীরব কেন? তবে মানবতাবিরোধী কাজ যেখানেই হবে, সেখানেই আমরা প্রতিবাদ করব।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী প্রমুখ। 

বক্তারা বলেন, বিশ্ব সভ্যতার নামে যারা মানবতা শেখায়, তারা আজ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। আজকে বিশ্বের বিবেক কোথায়? আমরা হয়তো সরাসরি ফিলিস্তিনকে সাহায্য করতে পারবো না, তবে নিজ ও পরিবার থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে ছিল এবং থাকবে। ফিলিস্তিনে মানবতাবিরোধী যে কার্যকলাপ, বাংলাদেশ সরকার তা জাতিসংঘ ও বিশ্ব দরবারে তুলে ধরবে।

পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ শেষ করা হয়।

আতিকুর রহমান/আরএআর