সোমবার থেকে ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে ফের বিধিনিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যান চলাচলে ফের বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৭ এপ্রিল) থেকে এ নিয়ন্ত্রণ কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং সাধারণ কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো দিয়ে সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক) এবং অন্যান্য সরকারি গাড়ি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এছাড়াও রাইড শেয়ার, খাবার সরবরাহকারী যানবাহন এবং অনলাইন শপিং প্ল্যাটফর্মের বাহনগুলোকেও ছাড় দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, আমরা এখন শুধু অফিসিয়াল গাড়ি প্রবেশ করতে দিচ্ছি। শিক্ষার্থীদের অনেকেই দাবি করছেন যেন কোনো বাহনই প্রবেশ করতে না পারে। আবার কেউ সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে রাত আটটার পর থেকে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন। তাই আমরা একটি ফাঁকা জায়গা রেখেছি—এ বিষয়ে কেউ মতামত দিতে চাইলে তা গ্রহণ করা হবে। প্রয়োজনে সিদ্ধান্ত আরও কঠোর বা শিথিল করা হতে পারে।

তিনি জানান, প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত। গণপরিবহন ও ভারী যানবাহন সব সময়ই নিয়ন্ত্রিত থাকবে।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে। তবে অমর একুশে বইমেলা এবং রমজান মাস উপলক্ষ্যে ফেব্রুয়ারি ও মার্চে ওই নিয়ন্ত্রণ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল।

কেএইচ/এমএসএ