হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। সোমবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সভা শেষে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে পরীক্ষা ব্যাচভিত্তিক হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ফজলুল হক।

এ সময় তিনি বলেন, আগামী ১০ জুন থেকে যে কোনো অনুষদ কিংবা বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা চলাকালীন হলসমূহ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে মেসে কিংবা বাসায় থেকে পরীক্ষায় অংশ নিতে হবে। এ ছাড়া পরীক্ষা দেওয়ার আগে মুসলেকা জমা দিতে হবে। 

তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট অনুষদের ডীন/চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে। 

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা প্রসঙ্গে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা যাতে নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা পায় সেলক্ষ্যে মেডিকেল টিম গঠন করা হবে। 

তবে পর্যায়ক্রমে ব্যাচ অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে তাৎক্ষণিক ক্ষোভ জানিয়েছেন হাবিপ্রবিতে আন্দোলনরত ১৮, ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীরা।

এসপি