রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নূর ইসলাম ও সাধারণ সম্পাদক রীমন আলী। নূর ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের ৫৯তম এমবিবিএস শিক্ষার্থী। রীমন আলী রাজশাহী মেডিকেল কলেজের ৬১তম এমবিবিএস শিক্ষার্থী।
রোববার (২৩ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, জুলাই বিপ্লবে সক্রিয় ছিলেন ছাত্রনেতা নূর ইসলাম। তিনি ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী হলেও তিনি নগরীর লক্ষ্মীপুর, সাহেব বাজার, ভদ্রা, তালাইমারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জুলাই বিপ্লেবে সক্রিয় ভূমিকা পালন করেন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে মাঠে ছিলেন তিনি।
আরও পড়ুন
কমিটিতে আরও রয়েছেন, সিনিয়র সহসভাপতি মানসিফ তাহসিন, সহসভাপতি আমরি মীম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানীফা হানীফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস সাদিক, মো. রোবায়েত, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম লিমন, দফতর সম্পাদক শাহরিয়ার সাজিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান। আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হলো।
শাহিনুল আশিক/এএমকে