অবিলম্বে হল ক্যাম্পাস খোলাসহ তিন দফা দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে এই স্মারকলিপি পেশ করেন তারা।

শিক্ষার্থী দাবিগুলো হলো- ২৯ মে’র পর ছুটি বৃদ্ধি না করা, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে হল খুলে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা এবং নিয়মিত মনিটরিং করা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি গত দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য একের পর এক তারিখ দেওয়া হচ্ছে। কিন্তু খোলা হচ্ছে না এমনকি কোনো ধরনের প্রস্তুতিও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে পারলেও নিচ্ছে না। বরং জাতীয় সিদ্ধান্ত বলে দায় সারছে। এদিকে শিক্ষার্থীরা নিরাপত্তা এবং সেশন জটের শঙ্কায় পড়েছেন। অবিলম্বে যাতে হল-ক্যাম্পাস খোলা হয় সেজন্য আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি।

উপাচার্য ইতিবাচক সাড়া দেননি উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে গেলেও উপাচার্য এতে কর্ণপাত করেননি। বরং এটা অযৌক্তিক দাবি এবং শিক্ষার্থীদের বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন। আমরা খুবই আশাহত হয়েছি। শিক্ষকদের থেকে আমরা শিক্ষক সুলভ আচরণ কামনা করি। আমরা এর তীব্র নিন্দা জানাই।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় তারা রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

এইচআর/এমএইচএস