বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য আহ্বায়ক কমিটির উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আহ্বায়ক কমিটির সদস্যগণ উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের  সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।

সভায় বশেমুরকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বায়ক কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। 

সভায় উপস্থিত সকলে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং উপাচার্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্ত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আহ্বায়ক কমিটিকে দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে আহ্বায়ক কমিটির আরেকটি সভা বিএস বিল্ডিংয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সিদ্ধান্তক্রমে গঠনতন্ত্র প্রণয়ন, ডাটাবেজ প্রস্তুতকরণ, প্রচার ও প্রকাশনাসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দেশের বিভিন্ন জায়গা হতে আগত অ্যালামনাইদের সাথে আহ্বায়ক কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত এবং আগামী সময়ের রোডম্যাপ ও করণীয় বিষয়ে কমিটির আহ্বায়ক মো: নাজমুল ইসলাম সরকার বক্তব্য প্রদান করেন। 

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিশদ পরিসরে আলোচনা ও মতামত জানার জন্য  অ্যালামনাইদের সাথে পরবর্তী মতবিনিময় সভা আগামী ১১ জানুয়ারি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

এএসএস/এমএসএ