পরীক্ষা দিতে এসে আটক চবি ছাত্রলীগ কর্মী
পরীক্ষা দিতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। এরপর তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাকে আটক করেন।
বিজ্ঞাপন
আটককৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার হত্যার অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।
জানা যায়, সাজ্জাদ হোসেন নিজ এলাকায় ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এবং জুলাই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি দিতেন। গত ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন।
এ বিষয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হাজারী বলেন, সাজ্জাদ হোসেন জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে শিক্ষার্থীদের হুমকিও দিয়েছে। আমরা এই হামলাকারীকে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখতে চাই না। প্রশাসনের নিকট ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ নেতা আমার বিভাগের ছোট ভাই হৃদয় তরুয়ার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো পর্যন্ত বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতার প্রমাণ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে। পরে তারা ওই ছাত্রকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে হস্তান্তর করেছি এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার বলেন, আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। আমরা তাকে চালান করে দেবো।
আতিকুর রহমান/এএমকে