জাবি ছাত্রদলের কমিটিতে ত্যাগী-নির্যাতিতদের পদ দেওয়ার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের যথাযথ মূল্যায়ন চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কর্মীরা। শনিবার (৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। মিছিলে ছাত্রদলের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে জাবি ছাত্রদলের কর্মী মাজহারুল আলম তমালের সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য দেন।
বিজ্ঞাপন
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রায়হান হোসাইন বলেন, যারা ১৬ থেকে ১৭ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণ ধরে রেখেছে, তাদেরকে বাদ দিয়ে আজকের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যারা জাকসুকে কেন্দ্র করে জুনিয়রদের কমিটি চাচ্ছে, তাদের বলতে চাই জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুটি স্বতন্ত্র সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হতে হবে ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে। ঢাকার বিভিন্ন কমিটিতে সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তাহলে ৫ আগস্টের পর যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দিয়ে কেন জুনিয়রদের কমিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে?
ছাত্রদলের আরেক কর্মী মোহাম্মদ ইব্রাহীম বলেন, শিবির সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। জাকসুর উছিলায় ছাত্রদলের সিনিয়র ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের চেষ্টা চলছে। এর ধারাবাহিকতায় তারা নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে। আমাদের সর্বশেষ হল কমিটি হয়েছিল ২০১২ সালের জুন মাসে। এরপর ২০১৬ সালে আংশিক কমিটি হলেও অনেক পদপ্রত্যাশী এখনো পরিচয়হীন। ইতোমধ্যে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে ছয়টি মতবিনিময় সভা করেছি। কিন্তু আজ সিনিয়রদের বাদ দিয়ে ৪৭তম ব্যাচ থেকে ৫৩তম ব্যাচ পর্যন্ত অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা শুধু আমাদের কাজের মূল্যায়ন চাই। ১৬ বছরের অবদানের যথাযথ স্বীকৃতি চাই।
মেহেরব হোসেন/আরএআর