বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দাবি ছিল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবার আগে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার। কিন্তু এ দাবি উপেক্ষা করে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের একাংশ শিক্ষক সমিতির নির্বাচন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে।

জানা যায়, চলতি মাসেই বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন দেওয়ার লক্ষ্যে গত ২ জানুয়ারি তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এর মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক আমির শরীফকে প্রধান নির্বাচন কমিশনার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ ইসলাম ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক বিপুলকে নির্বাচন কমিশনার করা হয়েছে।

আওয়ামী পন্থি শিক্ষকদের একাংশ শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু করায় সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা-সমালোচনার টপিক হয়ে দাঁড়িয়েছে শিক্ষক সমিতির নির্বাচন। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক সমিতির নির্বাচন বন্ধ না রাখলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এস এম আশিকুর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই চাই না যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবারও আওয়ামী লীগের পুনর্বাসন হোক। আর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নির্বাচন বা অন্য কোনো মাধ্যমে যদি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালায় আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা রুখে দিতে প্রস্তুত আছি। প্রয়োজনে আবারও রাজপথে নামবে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। এর ব্যতিক্রম কিছু ঘটলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য আরমান হোসেন বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চায় একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। ক্যাম্পাসে একমাত্র ছাত্র সংসদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। বিগত দিনে আমরা দেখেছি এসব সমিতি নিজেদের স্বার্থ হাসিল করা ছাড়া শিক্ষার্থীবান্ধব কোনো কার্যক্রমে অংশ নেয়নি। তাই আমরা চাই অতিদ্রুত ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়িত হোক। অন্য কোনো নির্বাচন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নেবে না।

এ বিষয়ে বেরোবি শিক্ষক সমিতির নবগঠিত প্রধান নির্বাচন কমিশনার আমির শরীফ বলেন, শিক্ষক সমিতির যারা ছিল তারাই আমাকে দায়িত্বটি দিয়েছেন। আমরা এখনো কাজ শুরু করিনি। এ বিষয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে, শনিবারের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে শিক্ষক সমিতির নির্বাচনের বিষয়ে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় বেরোবি ছাত্র সংসদ বাস্তবায়নের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক ও প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করার বিষয়ে কার্যক্রম শুরু করে দিয়েছি। ইতোমধ্যে দুইটি মিটিং করেছি। আমরা আশা করছি খুব শিগগিরই বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, শিক্ষক সমিতি নির্বাচনে প্রশাসনের কোনো অনুমতি লাগে না। কিন্তু সংস্কারের আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি গঠনের সিদ্ধান্ত আসেনি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটা অংশ কীভাবে এটা গঠন করলো তা জানি না।

তিনি আরও বলেন, আগামী সিন্ডিকেট মিটিংয়ে ছাত্র সংসদ গঠনের চূড়ান্ত নকশা দেওয়া হবে।

শিপন তালুকদার/এমজেইউ