রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে রংপুর তাজহাট থানার পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) রাত ৮টায় পার্কের মোড়ে একটি হলুদ রঙের একটি গাড়ি থেকে অস্ত্রসহ ২ নারী ও ১ জন পুরুষকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার।

তিনি জানান, পার্কের মোড় এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তাদের থেকে পাওয়া পিস্তলগুলো আসল কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকদের পরিচয় ও তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

শিপন/এসএম