ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জুনায়েদ শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হয়েছেন দাউদ রশিদ।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সানজিদা ফেরদৌস তিথি, যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা ওয়াদুদ চাঁদনী, সাংগঠনিক সম্পাদক প্রমা সঞ্চিতা অর্থি, অর্থ সম্পাদক নাফিসা ইসলাম এবং প্রচার সম্পাদক তামজীদ সৌমিক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মাজহারুল ইসলাম মুন্না এবং আহমদে সেজান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই তাসলিমা আক্তার শিখা এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যালামনাই সাব্বির আহমেদ এবং আলভি হোসাইন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

প্রসঙ্গত, ২০২০ সালে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ পর্যন্ত প্রায় ৪ শতাধিক অ্যালামনাই এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছেন। এমএসজে বিভাগের সাবেক শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন।

এমএন