জমকালো আয়োজনে রাবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জমকালো আয়োজনে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন—রাবি প্রেস ক্লাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় প্রেস ক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ সময় প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ‘জুলাই বিপ্লবোত্তর গণমাধ্যমের সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের জামিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. আমজাদ হোসেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, শেরে-বাংলা ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলামসহ রাবি প্রেস ক্লাবের সাবেক সদস্যবৃন্দ।
সেমিনারে প্রধান আলোচক আকবর হোসেন বলেন, গণমাধ্যমের সংস্কারে সাংবাদিকদের মানসিকতার পরিবর্তন জরুরি। স্বাধীনভাবে কথা বলা ও লেখার অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মেয়েদের বড় ভূমিকা ছিল। ৫ আগস্টের পরে বাগস্বাধীনতা ফিরে পেয়ে একে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলা হচ্ছে।
ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্য করে এই প্রেস মিনিস্টার বলেন, কম বেতনের কারণে অনেক তরুণ সাংবাদিকতা ছেড়ে দেয়। গণমাধ্যম চালাতে হলে সবাইকে বেতন দিতে হবে। সাংবাদিকতায় নিজেকে পথ তৈরি করতে হয় এবং চাপ মোকাবিলা করতে হয়।
আলোচনা শেষে ৫টি ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এতে মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদক হন বাংলাভিশনের সৈয়দ সাকিব, অনুসন্ধানী ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের মারুফ হোসেন মিশন, স্পেশাল নিউজ ক্যাটাগরিতে দৈনিক বণিক বার্তা’র আবু ছালেহ শোয়েব, ডেইলি ইভেন্ট ক্যাটাগরিতে দৈনিক যায়যায়দিনের ফজলে রাব্বি পরশ এবং উদীয়মান ক্যাটাগরিতে দৈনিক আমাদের বার্তা’র ফাহমিদুর রহমান ফাহিম।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বিশেষ করে জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ক্যাম্পাস সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরে আমাদের সচেতন করে তুলেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
এদিকে বিকেল ৪টায় প্রেস ক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। তখন সাবেক ও বর্তমান সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ স্লোগানে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জাতীয় দিবস পালন, ক্যারিয়ার কর্মশালা ও চিত্তবিনোদনের আয়োজন করে আসছে সংগঠনটি।
জুবায়ের জিসান/এমএ