সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ধারা ১০ (১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, ড. নিজাম উদ্দিন ভিসি হিসেবে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি প্রয়োজনে এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন।

তামিম রায়হান/এমএ