১২ দিনের ছুটিতে যাচ্ছে ইবি
শীতকালীন ছুটি ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ১২ দিন বন্ধ থাকবে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি)। এই সময়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।
রোববার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর সোমবার থেকে ১ জানুয়ারি বুধবার পর্যন্ত ইসলামি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। এছাড়া ২ ও ৩ জানুয়ারি সাপ্তাহিক বন্ধ থাকবে।
রাকিব হোসেন/এমএসএ