চবিতে গুপ্ত হামলা : অপরাধীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সম্প্রতি ক্যাম্পাসে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে রাত ৮টায় গেট খুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্টের পর থেকে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বিভিন্ন ইস্যুর দোহাই দিয়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা।
আরও পড়ুন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সবগুলো সিসিটিভি ফুটেজ চেক করছি। অপরাধী যেই হোক তাকে রোববারের মধ্যেই শনাক্ত করার চেষ্টা করবো এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবো।
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কাছে দুর্বৃত্তদের হামলার শিকার হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মহিবুল ইসলাম মহিব ও নিরব আহমেদ। ৫-৬ জন মুখোশধারী তাদের পথরোধ করে হামলা চালায়। হামলার পর আহতদের উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ইসলামি ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল নিন্দা জানিয়েছে।
আতিকুর রহমান/এমএসএ