চবি ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে ফেরানোর দাবিতে আন্দোলনে বিভাগটির শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে ফেরানোর আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।

তিনি বলেন, আমরা আজকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ১ এপ্রিলের মধ্যেই চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে নিয়ে আসার কাজ শেষ করবো। আর এই কাজ আজ থেকেই শুরু হবে।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে ফেরানোর দাবিতে আন্দোলন করেছেন বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা।

এ সময় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সোহেল বলেন, ক্যাম্পাসে চারুকলাকে চাই। এটা শুধু আমাদের চারুকলার শিক্ষার্থীদের দাবি না, এটা পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি। আমরা চাই এই বিশাল ক্যাম্পাসে আবারও বিচরণ করতে। ২০১২ সালে চারুকলা শহরে স্থানান্তর হয়। এরপর থেকে আমরা বারংবার আন্দোলন করে আসছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়েও আমাদের দাবি পূরণ হয়নি। এখন আমাদের একটাই দাবি চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে চাই।

একই ইনস্টিটিউটের শিক্ষার্থী নাবিলা বিনতে বোরহান বলেন, আমাদের আজকের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চারুকলাকে আবারও ক্যাম্পাসে ফেরত নিয়ে আসা। আমরা ক্যাম্পাসেই ক্লাস করবো। আমাদেরকে অনেক দিন ধরে ঘোরানো হচ্ছে। আজকে কোনো ধরনের সিদ্ধান্ত না জানানো হলে আমরা অনশনে বসব।

আতিকুর রহমান/এমজেইউ