রোকেয়া দিবসের অনুষ্ঠানে ফওজিয়া মোসলেম
রোকেয়ার উত্তরসূরি হয়ে নারী অধিকার আন্দোলন এগিয়ে নেব
বেগম রোকেয়া যে নারী-পুরুষের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তার উত্তরসূরি হিসেবে নারীর অধিকার আন্দোলনেকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘রোকেয়া দিবস’ উপলক্ষ্যে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪’ এর অংশ হিসেবে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে ফাওজিয়া মোসলেম বলেন, ১৪৫ বছর আগে নারী মানুষ হওয়ার জন্য আন্দোলন করত। এখন নারীকে মর্যাদা পাওয়ার জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যেতে হবে। সকল জায়গার নারীদের সমান সুযোগ দিতে হবে। এ-সময় তিনি নারীদের সুযোগ তৈরির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বেগম রোকেয়ার বিষয়ে গবেষণা ও প্রকাশনা প্রকাশের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন
আলোচনায় মানবাধিকার নেত্রী শীপা হাফিজা বলেন, রোকেয়া এমন এক সমাজের স্বপ্ন দেখেছিলেন যে সমাজে অজ্ঞতা থাকবে না, বৈষম্য ও নিপীড়ন থাকবে না। তার স্বপ্ন বাস্তবায়নে সকল শ্রেণির নারী-পুরুষকে কাজ করতে হবে। আজকের শিক্ষাব্যবস্থা মানুষের প্রতি হওয়া অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় না। তাই এমন শিক্ষা ব্যবস্থার সংস্কার হওয়া প্রয়োজন।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী বলেন, রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূত হিসেবে নয় বরং নারী আন্দোলনের পাশাপাশি বিশ্বব্যাপী নারীর অগ্রযাত্রাকে গুরুত্ব দিয়েছেন তার বিভিন্ন লেখনীর মাধ্যমে। শুধু নারী আন্দোলন নয়, সমাজ সংস্কারক হিসেবে দেশের অগ্রগতির লক্ষ্যে নারী-পুরুষকে মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।
স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এর চন্দন লাহিড়ী বলেন, অনেক দীর্ঘ সংগ্রামের পর আজ যখন রংপুরে প্রতিষ্ঠিত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা আসে তা অত্যন্ত দুঃখের। ১৪০ বছর আগে রোকেয়া থেকে আয়েশা খানমের সময়কালে নারীমুক্তির লক্ষ্যে যে নারী আন্দোলন শুরু হয়েছিল তার অর্জন ও অগ্রগতি কতখানি হয়েছে আমাদের তা দেখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন বলেন, সাম্প্রতিক সময়ে রোকেয়ার প্রতি অবমাননার ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায় পুরুষতন্ত্র শুধু পুরুষরা নয়, ক্ষেত্রবিশেষে নারীরা ও পুরুষতান্ত্রিক মানসিকতা লালন করে থাকেন।
অনুষ্ঠানে আলোচনা করেন, কর্মজীবী নারী প্রতিনিধি হাসিনা আখতার, ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হেলেন মনীষা সরকার, এডাবের সমাপিকা হালদার প্রমুখ।
কেএইচ/এমএসএ