বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি শিক্ষকদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ কর্নেল (অব). আবুহেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
শিক্ষকরা বলেন, বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত ও বিশ্ববিদ্যালয় ধারণার সাথে অসঙ্গতিপূর্ণ পেশাজীবী অবসরপ্রাপ্ত কর্নেল আবুহেনা মোস্তফা কামাল খানকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। নিয়োগকৃত কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ব্যাহত হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একজন কোষাধ্যক্ষ নিয়োগের দাবি করেন শিক্ষকরা।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ডা. হাফিজ আশরাফুল হক বলেন, এটি অত্যান্ত দুঃখজনক ব্যাপার যে বিশ্ববিদ্যালয়ে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে কোষাধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেবে না।
তিনি বলেন, খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা যে নিযুক্ত কোষাধ্যক্ষ গভীর রাতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই ধরনের আচরণ প্রত্যাশা করি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নবনিযুক্ত কোষাধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, অথচ তিনি বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করছেন। আমরা চাই উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেবেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬ শিক্ষকের স্বাক্ষরকৃত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
প্রসঙ্গত, ২৬ নভেম্বর কর্নেল (অব.) আবু হেনা মোস্তফা কামাল খানকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর