আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে মানব পতাকা প্রদর্শন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম. মাহফুজুর রহমান বলেন, আমি ছাত্র থাকার সময় থেকে দেখে আসছি, গোটা বিশ্বে মুসলিম নিধনের অন্যতম শিকার হলো ফিলিস্তিনিরা। এই নৃশংস গণহত্যায় ইসরায়েল যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ইসরায়েলকে যারা শক্তিশালী করেছে। গোটা মুসলিম উম্মার প্রতি আহ্বান করছি, মুসলিমদের বিরুদ্ধে সব অপশক্তিকে রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ফ্রেঞ্চ-ব্রিটিশ এবং আমেরিকানরা আরবদের ভূমি দখল করে ইউরোপ থেকে জায়ানিস্ট উগ্র গোষ্ঠী এনে সেখানে স্থাপনের চেষ্টা করেছে। তারা আরবদের ভূমি দখল করেছে, বসতি দখল করেছে। ফিলিস্তিনকে এই হঠকারিতা থেকে রক্ষা করতে হামাস, হিজবুল্লাহ’র মতো বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জুলুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক তৌহিদ সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাফর ইমাম ও নাকিব আল মাহমুদ অর্ণব প্রমুখ।

মেহেরব হোসেন/এমএ