নতুন ক্যাম্পাস বিনির্মাণে মোট ১৩টি বিষয়ে ৫২ দফা দাবি নিয়ে এবার প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজেদের ফেসবুক পেজে স্মারকলিপি জমা দেওয়ার একটি ছবি শেয়ার দেয় তারা। ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন ৫২ দফার প্রস্তাবনাটি উপাচার্যের হাতে তুলে দেন।

৫২ দফার মধ্যে রয়েছে—জুলাই অভ্যুত্থানে যে-সব ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা, যে-সব বিভাগে অ্যাকাডেমিক কার্যক্রমের জন্য ল্যাপটপ প্রয়োজন সেসব বিভাগের শিক্ষার্থীদের ল্যাপটপ ক্রয়ের জন্য শিক্ষাঋণের ব্যবস্থা করা, নারী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রথম বর্ষ থেকেই আবাসিক সিট বরাদ্দ দেওয়া, বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট দূর করে নতুন বাসের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে গবেষণার জন্য আর্থিক প্রণোদনা দেওয়া, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়াসহ তারা এই প্রস্তাবনা তুলে ধরেন তারা।

এ ব্যাপারে শাবিপ্রবি শাখা ছাত্র শিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, আগামীতে সুন্দর, স্বচ্ছ এবং ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে আছি। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাব।

জুবায়েদুল হক রবিন/এএমকে