আইনজীবী হত্যার শাস্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জাবি শিবিরের
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জাবি ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি এবং সেক্রেটারি মহিবুর রহমান মুহিব এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় ইসকন সর্মথকদের হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হন। এ ছাড়া এই ঘটনায় অন্তত ২০ জন আইনজীবী আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীদের দ্বারা আইনজীবী হত্যার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আদালত প্রাঙ্গণে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত চলছে। এমতাবস্থায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান জানাই।
মেহেরব হোসেন/এমজেইউ