সারা দেশে চলমান বিরূপ পরিস্থিতিতে সবাইকে সচেতন থেকে কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। 

একই সঙ্গে দেশকে নিজের মনে করে যেকোনো সংকট মোকাবিলায় সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

শিবির সভাপতি বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট ও ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন করতে গভীরতম ষড়যন্ত্রের ফাঁদ পাতা হচ্ছে। জনগণের অভ্যন্তরে দাঙ্গা সৃষ্টি করার জন্য প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে দেশদ্রোহীরা। পতিত স্বৈরাচার ফিরে আসছে ভিন্ন-ভিন্ন রূপে।

তিনি বলেন, আজ আইনজীবী সাইফুলকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে আওয়ামীদের দোসররা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন নৃশংসতম হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। 

আবু সাদিক কায়েম বলেন, আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে চাচ্ছি। আমাদের বিশ্বাস অনতিবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করবে তারা। দেশবাসীকে আহ্বান করব নিজের অবস্থান থেকে সচেতন হোন। উত্তেজিত না হয়ে আসন্ন সংকট মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করুন। এই দেশ আমার-সব ধর্মের।

মব এস্টাবলিশ না করার কথা জানিয়ে শিবির সভাপতি বলেন, টেকসই ইনকিলাবের প্রয়োজনে মব এস্টাবলিশ করা থেকে নির্বৃত্ত থাকার অনুরোধ। বিচার হবেই ফ্যাসিবাদমুক্ত বাংলায় ইনশাআল্লাহ।

কেএইচ/এমএ