এবার সেন্ট গ্রেগরি স্কুলে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের ভাঙচুর
কলেজে ভাঙচুরের ক্ষোভ ঝাড়তে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক হামলা-ভাঙচুর চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর অতর্কিত হামলা করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এসময় কলেজটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়। শ্রেণিকক্ষের ভেতরেও ভাঙচুর করা হয়।
শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, অধ্যক্ষের কক্ষের দরজা, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলায় একটি শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একজন শিক্ষক বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও সহযোগিতা পাইনি। ঘটনার আড়াই ঘণ্টা পার হলেও পুলিশ আসেনি।
কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে দুপুর ১২টায়। আমরা অফিসিয়াল কাজ শেষ করে ৪টার দিকে সবাই চলে গেছি। পরে খবর পেয়ে এসে দেখি এ অবস্থা। কারা হামলা করেছে কিছুই জানি না।
এদিকে সন্ধ্যার পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করতে যান সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের ধাওয়া দিয়ে যাত্রাবাড়ী পর্যন্ত নিয়ে ছত্রভঙ্গ করে দেন ড. মাহবুবুর রহমানসহ অন্য কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এমএল/এসএসএইচ