দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করলেন ৩৫ আন্দোলনের আহ্বায়ক
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করে ৩৫ আন্দোলন থেকে বিদায় নিয়েছেন এই আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।
আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে দুধ দিয়ে গোসল করেন তিনি।
বিজ্ঞাপন
এ বিষয়ে শরিফুল হাসান শুভ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এমতাবস্থায় বর্তমান সরকার রাজপথে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশের প্রেক্ষিতে একটি সুপারিশ কমিটি করেন এবং কমিটির সুপারিশ আমলে নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুঃখ দূর করেন। এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং দুধ দিয়ে গোসল করে আন্দোলন থেকে বিদায় নিলাম।
আরও পড়ুন
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এমএসআই/এনএফ