রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়ায় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২০২৫ স্থগিত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতির অবনতিরোধে মঙ্গলবার (১৮ নভেম্বর) উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এদিন সকাল সাড়ে নয়টায় আইন বিভাগ ও সকাল সাড়ে দশটায় মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সোমবার আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এতে শিক্ষক, সাংবাদিক সহ প্রায় ১০ জন আহত হন। রাতে আরেক দফায় সংঘর্ষে লিপ্ত হয় দুই বিভাগ। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জুবায়ের জিসান/এমটিআই