মোস্তফার পরিবারের পাশে নোয়াখালী বিজ্ঞান প্রশাসন
ফুটবল খেলে বুকে ব্যথা নিয়ে নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়ামের পরিবারে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিজ দপ্তরে সিয়ামের পিতা মো. শরিফুল ইসলামের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বিজ্ঞাপন
জানা যায়, গত ৩০ অক্টোবর বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়াম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলে রুমে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। তারপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিয়ামের বাবা মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে নড়াইল থেকে স্বপ্ন পূরণে এই বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমি আজ তার বিশ্ববিদ্যালয়ে এসেছি সবাই আছে কিন্তু সে নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারসহ সবাই খুব আন্তরিক। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে আড়াই লাখ টাকার চেক, এছাড়াও দাফন কাফনসহ প্রায় এক লাখ টাকা খরচ করেছেন। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা পোস্টকে বলেন, একটি স্বপ্নের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিয়ামের পরিবারের পাশে সব সময় থাকবে। আমরা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী একটি সুন্দর বিশ্ববিদ্যালয় গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে নিয়েই আমাদের পরিবার।
আরও পড়ুন
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের (আইআইএস) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এনএফ