নতুন বাংলাদেশ বিনির্মাণে লেজুড়বৃত্তিক রাজনীতির অপসারণ করতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শাবিতে খুব শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সারজিস আলম বলেন, দীর্ঘ আওয়ামী শাসনামলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজত্ব গড়ে উঠেছিল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাই ছিল তাদের কাজ। ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে যারা শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক সে প্রত্যাশা আমাদেরও আছে। আমরা চাই চাটুকারিতার অবসান ঘটুক। এ সময় তিনি ছাত্র-জনতার আন্দোলনে শাবিপ্রবির শিক্ষার্থীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আবাসিক ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা আক্তার, ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. জামাল উদ্দীন, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, বিভিন্ন বিভগের প্রধান, বিভিন্ন দপ্তর প্রধান, সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্যরা।

উল্লেখ্য, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম।

জুবায়েদুল হক রবিন/এএমকে