বেরোবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত, দুই যুবক আটক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রবেশ করে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বহিরাগত দুই যুবককে আটক করা হয়েছে। উত্ত্যক্তকারী দুজন হলেন- পার্ক মোড়ের সেলুন দোকানি শিমুল (২৫) এবং মর্ডান মোড় এলাকার আবির (২০) ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে দুজন মদ খেয়ে মাতলামি শুরু করেন। একপর্যায়ে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে থাকেন।
বিজ্ঞাপন
পরে পুলিশ সদস্যরা তাদের আটক করে বেরোবি পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। পরে ক্যাম্পাসে বিনা অনুমতিতে প্রবেশের কারণ দেখিয়ে তাদের থানায় পাঠানো হয়।
প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে প্রবেশ করেছে এ জন্য আটককৃতদের নামে মামলা হবে। আর ভুক্তভোগী শিক্ষার্থী চাইলে ইভটিজিংয়ের মামলা করতে পারে। আমরা তাদের সহযোগিতা করবো।
আরও পড়ুন
বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, ক্যাম্পাসে বিনা অনুমতিতে প্রবেশের দায়ে দুজন যুবককে আটক করা হয়েছে।
শিপন তালুকদার/এমএসএ