চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে পাহাড়ের বনে অবমুক্ত করা হয়। সাপটি বার্মিজ প্রজাতির বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী হলের ড্রেন থেকে সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়ার্নেস (থ্রিএসএস) গ্রুপের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
বিজ্ঞাপন
জানা যায়, সোহরাওয়ার্দী হলের পাশে ড্রেনের মধ্যে সাপটিকে দেখতে পান হলের শিক্ষার্থীরা। পরে সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়ার্নেস (থ্রিএসএস) গ্রুপের সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন।
আরও পড়ুন
এ বিষয়ে থ্রিএসএস গ্রুপের সদস্য রাতুল শাহরিয়ার প্রীতম বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী হলে এসে ড্রেনের মধ্যে সাপটি দেখতে পাই। পরে সাপটি উদ্ধার করে পাহাড়ে বনে অবমুক্ত করেছি।
আতিকুর রহমান/এমএসএ