ছাত্ররাজনীতি নিষিদ্ধ, বেরোবিতে তবু ছাত্রদলের পোস্টার!
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ক্যাম্পাসে দলীয় ব্যানারে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টার লাগিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ভবনের দেয়ালগুলোতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার দেখা যায়। তবে এ পোস্টার সাঁটানোকে লেজুড়বৃত্তিক রাজনীতি মনে করছে না বেরোবি শাখা ছাত্রদল। শিক্ষার্থীরা বলছেন, আবু সাঈদের ক্যাম্পাসে রাজনৈতিক পোস্টার টানিয়ে বেঈমানি করেছে ছাত্রদল।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুনতাছির মামুন বলেন, অপরাজনীতির বলি হয়েছে শহীদ আবু সাঈদ। রাজনীতির কারণে শিক্ষার্থীরা তাদের অধিকার হারিয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেছে। ছাত্রদল আবারো ক্যাম্পাসে রাজনীতি করার চেষ্টা করছে। তারা রাজনৈতিক ব্যানার টানিয়েছে। এর মাধ্যমে তারা আবু সাঈদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। যারা করেছে তাদের শাস্থি দাবি করছি।
বাংলা বিভাগের শিক্ষার্থী জুবাইর ইসলাম বলেন, আমরা ক্যাম্পাসে কোন দলেরই রাজনীতি চাই না। যে রাজনীতির কারণে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া হয় তা কখনোই চাই না। আমরা রাজনীতি ছাড়াই ভালো আছি।
গণিত বিভাগের শিক্ষার্থী আবু হাসান বলেন, বেরোবি ক্যাম্পাস রাজনীতি মুক্ত। কোনো রাজনৈতিক দলকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হবে না। কেউ দুঃসাহস দেখালে আমরা শিক্ষার্থীরা তার জবাব দিতে প্রস্তুত। আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে লেখাপড়া করতে চাই।
এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, এটা ছাত্রদলের পোস্টার না। বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার। আমাদের সংগঠনের ১৪টা উইং আছে। এর মধ্যে ছাত্রদল, যুবদলসহ সবাই এই কর্মসূচি পালন করবে। সারাদেশের স্কুল, কলেজ, মাদরাসায় পোস্টার লাগানো হচ্ছে। এটা কেন্দ্র থেকে দেওয়া। তাই এতে লেজুড়বৃত্তিক রাজনীতি দেখছি না।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, পোস্টারের বিষয়ে শুনেছি। প্রক্টর বিষয়টা দেখছেন।
শিপন তালুকদার/আরএআর