জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে হেনস্তাকারী ঠিকানা পরিবহন বাসের হেলপার মো. রাসেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ওই নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সাভার ক্যান্টনমেন্টের পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ওই শিক্ষার্থীকে বাসের হেলপার আপত্তিকরভাবে স্পর্শ করেন। শিক্ষার্থী বিষয়টি সহপাঠী ও প্রশাসনকে জানানোর পর সহপাঠীরা বাসগুলো আটকে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে বুধবার (৬ নভেম্বর) দুপুরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মামলার ভিত্তিতে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে অভিযুক্ত হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেহেরব হোসেন/এমজেইউ