সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ
ক্যাম্পাস পরিষ্কার করলেন ছাত্রদল-শুরাপন্থি তাবলীগ শিক্ষার্থীরা
সোহরাওয়ার্দী উদ্যানে তাবলীগ জামাতের সমাবেশের ফলে নোংরা হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিষ্কার করেছে ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাবলীগের শুরাপন্থি একদল শিক্ষার্থী।
সমাবেশ শেষে আজ (মঙ্গলবার) পৃথকভাবে তারা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
বিজ্ঞাপন
ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসির দোকানগুলোতে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেন এবং তাদের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। পরে বিকেলে সমাবেশের ফলে অপরিচ্ছন্ন ক্যাম্পাস পরিষ্কারের কাজে নামে।
ছাত্রদলের নেতাকর্মীরা রমনা কালী মন্দিরের সামনে থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা শুরু করে বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে টিএসসি, রাজু ভাষ্কর্য হয়ে শামসুন্নাহার হল প্রাঙ্গনে কর্মসূচি শেষ করেন।
অন্যদিকে শুরাপন্থি তাবলীগের শিক্ষার্থীরা সেন্ট্রাল লাইব্রেরি, হাকিম চত্বর, সামাজিক বিজ্ঞান অনুষদের সামনেসহ বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন।
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, এই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে এই ক্যাম্পাসকে নিজ দায়িত্বেই নিরাপদ ও পরিচ্ছন্ন রাখবো। বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে জনসমাবেশ হলে না চাইলেও মানুষজন আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে এবং ক্যাম্পাসের পরিবেশ নোংরা করে। ক্যাম্পাসের প্রশাসন এবং আমাদের শিক্ষার্থীদেরই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষার্থীসহ যারা এই ফুটপাতগুলো ব্যবহার করেন তাদের চলাচলের সুবিধার জন্য আমাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরাপন্থী তাবলীগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান বলেন, বিকেলে অপরিচ্ছন্ন ক্যাম্পাস পরিষ্কার শুরু করি। ক্যাম্পাসটা আমাদের, তাই সেটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের।
ছাত্রদলের কর্মসূচিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ঢাবির ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আক্তার শুভ, জসীম খান, ফেরদৌস আলম, নুরুল আমিন নুর, মিনহাজুল হক নয়ন, মেহেদী হাসান, ইমন মিয়া, রমজান আলী রকি, এহসান, হাফিজ, মামুন, তানভীর আল হাদী মায়েদ, সত্যজিত দাস, রঞ্জন রায়, মাসুম বিল্লাল, রুহুল আমিন, সাকিব হোসেন, তানভীর হাসান, ঝলক দাস, ওয়াহিদুল ইসলাম, জাবের আকন্দ, মিফতাহুল ইসলাম রাতুল, শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এনএফ