শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে সারজিস
শিক্ষার্থী-জনতার আত্মবলিদানের বিনিময়ে নতুন রাষ্ট্রব্যবস্থা করেছি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অগণিত শিক্ষার্থী ও দেশপ্রেমিক জনতার আত্মবলিদানের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকার তাড়িয়ে একটা নতুন রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছি। আমাদের সংগ্রাম চলবেই।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা দক্ষিণের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে এসে ডেমরা-যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী দুই শিক্ষাঙ্গণ- সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শন করেন। তখন এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সারজিস আলম বলেন, জিহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। ফ্যাসিস্টদের নির্মূল করতে প্রয়োজনে আরও জিহাদ, আরও আবু সাঈদ, আরও মুগ্ধরা জীবন উৎসর্গ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ইনচার্জ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান তুহিন এবং দিবা ও প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে মো. আলমগীর হোসেন ও আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আরজে টুটুল।
এমএ