ছাত্ররাজনীতি চর্চায় সীমাবদ্ধতা রাখার দাবি জবি শিবির সভাপতির
স্বৈরাচারী আর কেউ যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন।
রোববার (৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সঙ্গে ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় এ দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম বলেন, আমরা ছাত্রীদের মাতৃত্বকালীন সময়ে এটেনডেন্স ও মিডটার্ম শিডিউল শিথিল করা প্রয়োজন। তারা জাতি গঠনের কারিগর।
এ সময় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে মেডিক্যাল কর্নার স্থাপন ও স্থায়ী ডাক্তার নিয়োগের দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয় ও রাজনৈতিক সুপারিশে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ বন্ধ করে নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে।
এমএল/এমজে