আমরা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি করছি না : জাবি শিবির সেক্রেটারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মহিবুর রহমান মুহিব বলেছেন, অতীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি গঠিত হয়েছিল। আমাদের সিনিয়ররা বিভিন্নভাবে সংগঠিত থাকার চেষ্টা করেছেন। অতীতে কমিটি ছিল কিন্তু, কার্যক্রম ছিল না।
রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জাবি ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মহিবুর রহমান মুহিব বলেন, আমরা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি করছি না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র সংগঠন। বিগত দিনে আমরা পেশিশক্তির রাজনীতি দেখেছি, কিন্তু ছাত্রশিবির পেশিশক্তির রাজনীতি করতে চায় না। ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন করে যাবে।
বর্তমান কমিটি সম্পর্কে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে আমাদের কমিটি গঠিত হয়েছে এবং তখন থেকেই আমরা কাজ করে আসছি। কমিটি ঘোষণার পর অসংখ্য শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা সক্রিয় হচ্ছে। আমরা দ্রুত তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করব। আমরা জাহাঙ্গীরনগরে সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতি উপহার দেব ইনশাআল্লাহ।
আরও পড়ুন
১৯৮৯ সালে হাবিবুর রহমান কবির হত্যা প্রসঙ্গে মুহিব বলেন, কবির হত্যার ঘটনায় মামলা হয় এবং মামলার রায় বিচারিক আদালতে হয়েছে। ছাত্রশিবিরের যাদের অভিযুক্ত করা হয়েছিল তারা প্রত্যেকেই খালাস পেয়েছেন। মামলা থেকে নির্দোষ হওয়ার পরও শিবিরের ওপর কবির হত্যার দায় চাপানো কতটুকু যৌক্তিক?
সংবাদ সম্মেলনে আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন ও আক্রমণের বিচার, ১৬ জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা, জাকসু, হল সংসদ ও বিভাগভিত্তিক শিক্ষার্থী সংসদ নির্বাচন, হল দখল ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার, নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখাসহ মোট ৪১টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।
মেহেরব হোসেন/আরএআর