ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক দেওয়াল লিখন কর্মসূচি করেছেন ঢাবি ছাত্রদল। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে জগন্নাথ হলের সংলগ্ন ফুটপাত, কার্জন হল, তিন নেতার মাজার, বাংলা একাডেমি ও টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালনা করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, আমরা এই কাজটি মূলত বিবেকের তাড়না থেকে করেছি। তাছাড়া আমাদের নারী শিক্ষার্থীসহ যারা এই ফুটপাতগুলো ব্যবহার করেন তাদের চলাচলের সুবিধার জন্য এই কাজ করেছি। বেশ কয়েকদিন ধরেই আমাদের কয়েকজন বোন ও জুনিয়ররা এটা নিয়ে আমাদের উদ্যোগ নিতে বলে। সেই থেকে সবার soNgge আলোচনা করে তাৎক্ষণিকভাবে সব ব্যবস্থা করে কাজ শুরু করে দেই।

তিনি আরও বলেন, প্রক্টরিয়াল টিম ও মেট্রোর নিচে বিভিন্ন আনসার সদস্যদের বলে এসেছি যাতে করে এসব বিষয় তারা খেয়াল করেন। এই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যারা এভাবে নোংরা করেন তাদের আবেগ না থাকতে পারে কিন্তু এই ক্যাম্পাস নিয়ে আমাদের সকলের আবেগ জড়িত। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই ক্যাম্পাসকে নিজ দায়িত্বেই নিরাপদ ও পরিচ্ছন্ন রাখবো।

পরিচ্ছন্নতা কর্মসূচিকালে উপস্থিত ছিলেন, কবি জসিম উদদীন হল সাধারণ সম্পাদক সৈকত মোর্শেদ, ড. মুহম্মদ শহিদুল্লাহ হলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, বিজয় একাত্তর হলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান প্রমুখ।

কেএইচ/এমএসএ